Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০১৫

ভিজিডির চাল বিতরনে অনিয়ম রোধে ৩০ কেজি মাপের বস্তা সরবরাহ করবে সরকার--মেহের আফরোজ চুমকি, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়


প্রকাশন তারিখ : 2015-06-30

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ভিজিডি র প্রত্যেক উপকারভোগী প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্ত আমরা পত্রিকায় প্রায়ই দেখতে পাই যে উপকারভোগীদের বিভিন্ন অযুহাতে ৩০ কেজির চেয়ে কম চাল দেয়া হয়।  সরকার জুলাই মাস থেকে  ৩০ কেজি ওজনের চালের বস্তায় চাল বিতরন করবে । প্রত্যেক উপকারভোগী একটি করে সিল করা বস্তা পাবে।  বিতরনের আগে কেউ ঐ বস্তা খোলতে পারবে না। তিনি আজ বিকালে মহিলা বিষয়ক অধিদফতরের মিলনায়তনে  মহিলা বিষয়ক অধিদফতর কতৃক বাস্তবায়িত দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা বিতরন কার্যক্রমের সফলতা ও চ্যালেঞ্জ বিষয়ক  এক কর্মশালায় প্রদান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি ।  উপস্থিত ছিলেন  জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাবৃন্দ।

প্রতিমন্ত্রী সমাজ সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। মাতৃত্বকালীন ভাতা সহ সকল ভাতা যেন  দরিদ্র মহিলারা যথাযথভাবে পায় সেদিকে নজর রাখার তাগিদ দেন । তিনি নারীর ক্ষমাতায়নে মহিলা বিষয়ক অধিদফতরের সকল কর্মকর্তাদের আত্ম নিয়োগের নির্দেশ দেন। তিনি বলেন নারী কোন অলংকার নয়। নারী একটি ¯^vaxb সত্ত্বা ।

মন্ত্রনালয়ের  সচিব বলেন সামনে অনেক বড় বড় প্রকল্প আসতেছে । তা বাস্তবায়নে মহিলা বিষয়ক কর্মকর্তাদের আর ও সক্রিয়ভাবে কাজ করতে হবে। নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।

                                                                          (মোহাম্মদ আবুল খায়ের)

                                                                            জনসংযোগ কর্মকর্তা

                                                                      মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

                                                                         মোবাইল-০১৭১৬০৬৬৮৮৮