Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০১৬

নারী শ্রমিকরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি- মেহের আফরোজ চুমকি, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2016-01-21

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী শ্রমিকরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৪০ লৰ নারী গার্মেন্টসে কর্মরত আছে। গার্মেন্টস বাংলাদেশের প্রধান রপ্তানী পণ্য। বাংলাদেশের রপ্তানীর আয়ের ৭৫ শতাংশ গার্মেন্টস থেকে আসে। তিনি আজ সকালে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কৰে মহিলা শ্রমিক লীগের কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন সারা দেশের প্রায় ৩ কোটি নারী বিভিন্ন রকমের উৎপাদনশীল দ্রব্য উৎপাদন করে, কিন্তু যথাযথভাবে বাজার জাত করতে পারে না। এই তিন কোটি নারী শ্রমিকের পণ্য যথাযথভাবে বাজারজাত করতে পারলে বাংলাদেশ কাঙ্খিত সময়ের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন মহিলা শ্রমিকলীগের সভাপতি রওশন জাহান সাথী, সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূইয়া ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকির হোসেন প্রমূখ। পরে প্রতিমন্ত্রী নারী শ্রমিকদের হাতে সেলাই মেশিন তুলে দেন। প্রতিমন্ত্রী শ্রমিকদের হাতে ৫০টি সেলাই মেশিন সরবরাহ করেন এবং আরও ১০০টি সেলাই মেশিন খুব শিঘ্রই প্রদান করবেন বলে আশ্বাস দেন।

                                                                              

            (মোহাম্মদ আবুল খায়ের)

জনসংযোগ কর্মকর্তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

ফোন ঃ ৯৫৪৫২২৫, মোবাইল ঃ ০১৭১৬-০৬৬৮৮৮