Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০১৫

প্রতিটি জেলায় কর্মজীবি মহিলা হোস্টেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকা্র- মেহের আফরোজ চুমকি, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2015-08-26

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন প্রতিটি জেলায় কর্মজীবি মহিলা হোস্টেল নির্মাণের সিদ্ধানত্ম নিয়েছে সরকার। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী উপজেলা পর্যায়েও কর্মজীবি মহিলা হোস্টেল নির্মাণ করা হবে। তিনি আজ সকালে রাজধানীর লেকশোর হোটেলে এসএনভি (নেদাল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) কর্তৃক বাসত্মবায়িত ইনক্লোসিভ বিজনেস পাইলটস্‌ ইন দা গার্মেন্ট সেক্টর শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে হোস্টেল নির্মাণ করেছে। গার্মেন্টস এ কর্মরত মায়েদের জন্য ডে-কেয়ার ও মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে। সরকার সকল প্রাইভেট কোম্পানিতে ডে-কেয়ার স্থাপনের নির্দেশ প্রদান করেছে। সরকারের পাশাপাশি এসএনভি গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকদের প্রজনন ¯^v¯’¨ সেবা প্রদানের যে উদ্যোগ নিয়েছে তার জন্য এসএনভি কে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

উলেস্নখ্য, নেদারল্যান্ড সরকারের সহায়তায় এসএনভি গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ সেবা প্রদানের পাশাপাশি প্রসূতী মায়েদের ¯^v¯’¨ সেবা প্রদান করবে এই প্রকল্পের মাধ্যমে।

এসএনভি এর বাংলদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পাউয়েল স্টিভেনস (Paul Stevens) এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার এবং বাংলাদেশে নেদারল্যান্ড G¤^vwmi চার্জ দ্য এফেয়ারস মিজ মারটিন ভেন হগসট্রেটেন (Ms. Martine Van Hoogstraten) প্রমূখ। (ঢাকা, ২৫ আগস্ট ২০১৫)

 

 

(মোহাম্মদ আবুল খায়ের)

জনসংযোগ কর্মকর্তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

ফোন ঃ ৯৫৪৫২২৫, মোবাইল ঃ ০১৭১৬-০৬৬৮৮৮