Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০১৬

শিশুর ঠিকানা রাস্তা নয়, সব পথশিশু শেল্টার হোমে যাবে- মেহের আফরোজ চুমকি, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2016-02-02


 

মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, শিশুরা পথেঘাটে অমানবিক জীবনযাপন করবে না। এখন থেকে তাদের শেল্টার হোমে থাকার ব্যবস্থা করা হবে। গত ২৯ জানুয়ারী ২০১৬ খ্রিঃ তারিখ রোজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পথশিশুদের পুনর্বাসন কার্যক্রমের উদ্ভোধনের সময় এসব কথা বলেন মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০১৫ এর উদ্ভোধনী অনুষ্ঠানে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে পথশিশুদের পুনর্বাসনের নির্দেশ দেন। এই সময় আরও উপস্থিত ছিলেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড ঢাকা দৰিণ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের কয়েকটি স্থান নির্বাচন করা হয়েছে। উভয় ওয়ার্ডের সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে পরিচালিত বিভিন্ন শেল্টারে শিশুদের রাতযাপন, আনুষ্ঠানিক শিৰা জীবনদৰতা বিষয়ে প্রশিৰণের ব্যবস্থা রয়েছে। শিশুদের শেল্টার হোমে নিতে বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

উদ্ভোধনের পর প্রতিমন্ত্রী কিছু পথ শিশুকে সাথে নিয়ে কাওরান বাজার সংলগ্ন অপরাজেয় বাংলাদেশ পরিচালিত একটি শেল্টার হোম  পরিদর্শন করেন শিশুদের মাঝে কম্বল বিতরন করেন। (ঢাকা, ৩০ জানুয়ারী ২০১৬)

 

                                                                                 (মোহাম্মদ আবুল খায়ের)

জনসংযোগ কর্মকর্তা

মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়

ফোন ৯৫৪৫২২৫, মোবাইলঃ ০১৭১৬০৬৬৮৮৮