Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ অক্টোবর ২০১৭

কন্যা শিশুকে বোঝা মনে করবেন না - মেহের আফরোজ চুমকি, এমপি মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।


প্রকাশন তারিখ : 2017-10-15

 

ঢাকা, ১২ অক্টোবর, ২০১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন,  বাল্যবিবাহ  নারীর ক্ষমতায়নে প্রধানতম অমত্মরায়।  আমাদের সমাজ  কন্যা শিশুদেরকে  বোঝা মনে করে। কন্যা শিশুদের পড়াশোনার পেছনে টাকা খরচ করতে চায়না। তারা মনে করে বিয়ে দিতে পারলে বোঝা দূর হয়ে গেল।  তিনি বলেন  সময় বদলেছে। কন্যা শিশুরা এখন আর  বোঝা নয় ।  বরং কন্যা শিশুরা  হল সর্বোত্তম বিনিয়োগ। কারন তাদের মধ্যে থেকেই  আমরা আমাদের  ভবিষ্যৎ  প্রজন্ম পাব। ছেলেদের চেয়ে মেয়েরাই বাবা মায়ের বেশি যত্ন নেয়। আজ সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে বাল্য বিবাহ নিরোধ  দিবস উপলক্ষে  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে এক মানব বন্ধনে প্রধান অতিথির বক্তিতায় এ কথা বলেন।

মানব বন্ধনে  সরকারী  ও বেসরকারী  বিভিন্ন  সংস্থার  প্রতিনিধি  অংশগ্রহন করেন।  মানব বন্ধন শেষে প্রতিমন্ত্রী এই দিবস উপলক্ষে এক সাইকেল র‌্যালী উদ্ভোধন করেন। 

 

প্রতিপাদ্য- বাল্য বিয়ে রুখতে হলে, আওয়াজ তুল তোল দলে দলে।

 

 

 

 

         ( মোহাম্মদ আবুল খায়ের )

  জনসংযোগ কর্মকর্তা

  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

ফোনঃ ৯৫৪৫২২৫, মোবাইলঃ ০১৭১৬-০৬৬৮৮৮