Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ডিসেম্বর ২০১৫

দেশের একটি শিশুও পথে ঘুমাবে না- মেহের আফরোজ চুমকি, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2015-12-14

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের কোন শিশু যেন রাস্তার মানবেতর জীবন যাপন করতে না হয় সে জন্য প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার। তিনি বলেন পথ শিশু বলে আর কিছু থাকবে না। সরকারের এই লৰ্য বাস্তবায়ন করতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগীতা চান প্রতিমন্ত্রী। তিনি আজ সকালে রাজধানীর কাওরান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কৰে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাওরান বাজার, ফার্মগেট, তেজকুনী পাড়া এলাকার পথ শিশুদের নিয়ে কাজ করে এমন কিছু সংগঠন ও উত্তর সিটি করপোরেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড ও দৰিণ সিটি করপোরেশনের কমলাপুর এলাকাকে পথ শিশু মুক্ত করা হবে। তারপর পর্যায়ক্রমে ঢাকা উত্তর ও দৰিণ সিটি করপোরেশনের সকাল ওয়ার্ডের পথ শিশুকে পুনর্বাসনের জন্য ¯^í, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রয়োজনে নদী ভাঙ্গন এলাকার মানুষের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা আগে থেকে নির্ধারণ করার চিন্তা করছে সরকার। তিনি বলেন, নদী ভাঙ্গনের ফলে রাজধানীতে পথ শিশুর সংখ্যা  বৃদ্ধি পাচ্ছে। কিছু সংখক মাদক ব্যবসায়ী ও  ভাঙ্গারী ব্যবসায়ী পথ শিশুদের জিম্মি করে তাদের ¯^v‡_© পথ শিশুদের ব্যবহার করছে। এই সকল অপরাধীদের বির্বদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি’র সভাপতিত্বে উক্ত সভায় আশার আলো সোসাইটি, অ্যাসিসটেন্ট ফর সৱাম ডুয়েলারস; অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন (মজার ইশকুল); অপরাজেয় বাংলাদেশ; প্রচেষ্টা ফাউন্ডেশন এর প্রচেষ্টা স্কুল; ইনসিডিন বাংলাদেশ; Breaking the silence  ব্রেকিং দ্যা সাইলেন্স); Ashokti Punorbason Nibas (APON) (আপন); Bangladesh Protibondhi Foundation (BPF) বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন; দু:স্থ সহায়তা কেন্দ্র; দ্যা ইউথ ফাউন্ডেশন সহ অনেক সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

আলোচনা সভার শুর্বতে পথ শিশুদের নিয়ে এক সমীৰার উপর প্রতিবেদন পেশ করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন। সমীৰায় বলা হয়,  দরিদ্রতা, আশ্রয়ের অভাব, ভিন্ন পরিবার, পিতা মাতার মৃত্যু, আবাসন, প্রাকৃতিক দুর্যোগ, ভুমিহীনতা প্রভৃতি কারণে পথ শিশুর সংখা বৃদ্ধি পায়। নাছিমা বেগম, এনডিসি মাননীয় প্রধানমন্ত্রীর উক্তির উদ্ধৃতি দিয়ে বলেন, ১৬ কোটি মানষকে খাওয়াতে পারলে কেন পথ শিশুদেরকে আমরা খাওয়াতে পারবো না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাই পথ শিশুর পুনর্বাসনকে সর্বাত্মাক গুর্বত্ব দিচ্ছে।

                                                                              

 

             (মোহাম্মদ আবুল খায়ের)

জনসংযোগ কর্মকর্তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

ফোন ঃ ৯৫৪৫২২৫, মোবাইল ঃ ০১৭১৬-০৬৬৮৮৮