Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মে ২০১৬

শিশু শ্রম বন্ধে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা সমূহের সমন্বয় খুবই জরুরী - মেহের আফরোজ চুমকি, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2016-05-04

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশু শ্রম বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। এর পেছনে নানাবিধ কারন রয়েছে। কারনসমূহকে যথাযথভাবে চিহ্নিত করে শিশু শ্রম বন্ধ করতে হবে। সমন্বিতভাবে কাজ করলে আপাত অনেক অসম্ভব কাজকেও সম্ভব করা যায়। শিশু শ্রম বন্ধে দেশীয় ও আমত্মর্জাতিক সংস্থাসমূহের সমন্বয় খুবই জরম্নরী। তিনি আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাইবেক (সাউথ এশিয়া ইনিশিয়েটভ টু ইন্ড ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন) কর্তৃক বাসত্মবায়িত কমিউনিটি ক্যামপেইন টু ইন্ড চাইল্ড লেবার শীর্ষক কার্যক্রমের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সাইভেকের মহাপরিচালক ড. রিনচেন চপেলের (Dr. Rinchen Chophel) সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন সাইভেকের গভর্ণিং বডির সদস্যবৃন্দ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, সাইভেকের জাতীয় সমন্বয়ক ডা. আমিনুল ইসলাম, আইএলও প্রতিনিধি মিজ শেরিন খাঁন, শিশু শ্রম নিয়ে কাজ করে এমন এনজিও প্রতিনিধি এবং শিশু শ্রম বিষয়ক বিশেষজ্ঞবৃন্দ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি বলেন, বাংলাদেশ শিশু শ্রম বন্ধে বদ্ধপরিকর। এই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সব সময় শিশু শ্রম বন্ধে সাইভেক-কে সর্বাত্মক সহযোগিতা করবে।

এই কার্যক্রমের অংশ হিসাবে সাইভেক সার্ক রিজিওনে শিশু শ্রমের কারন, তার প্রতিকারের উপায় প্রভৃতি বিষয়ে গবেষণা করবে। এই অঞ্চলে শিশুশ্রম নিরসনে সফলতার অভিজ্ঞতা সমূহ পারস্পরিক বিনিমিয় করবে। শিশু শ্রমের সাথে জড়িত বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে নেটওয়ার্কিং এর মাধ্যমে তার ক্ষতির দিক তুলে ধরে তা বন্ধে কাজ করবে। এই অঞ্চলে ব্যাপক সচেতনতা অভিযান পরিচালনা করবে।

 

       (মোহাম্মদ আবুল খায়ের)

জনসংযোগ কর্মকর্তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

ফোনঃ ৯৫৪৫২২৫, মোবাইলঃ ০১৭১৬-০৬৬৮৮৮